প্রকাশিত: Sat, Jun 24, 2023 11:09 PM
আপডেট: Tue, May 13, 2025 11:46 AM

ইসলামী আন্দোলনের নির্বাচনকালীন সরকারের রূপরেখা

আপিল বিভাগের বিচারপতিকে প্রধান করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব

রিয়াদ হাসান: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে আয়োজনের পাঁয়তারা চলছে। মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছে। আমরা আগেও বলেছি, এখনও বলছি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনেই ইসলামী আন্দোলন অংশগ্রহণ করবে না।

এ সময় নির্বাচনকালীন জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার রাজধানীর গুলিস্তানের হোটেল ইম্পেরিয়ালে এক মতবিনিময় সভায় এই রূপরেখা ঘোষণা করেন দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। দলের উদ্যোগে ‘বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণ এবং একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচনের লক্ষ্যে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সূত্র: ঢাকা পোস্ট

ঘোষিত জাতীয় সরকারের প্রস্তাবিত রূপরেখা-১. আপিল বিভাগের একজন বিজ্ঞ, সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য বিচারপতিকে প্রধান করে নিবন্ধিত দলগুলোর প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন হবে, ২. যারা জাতীয় সরকারে থাকবেন, তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, ৩. জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই জাতীয় সরকার গঠন করতে হবে, ৪. জাতীয় সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমান জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে, ৫. সংসদ ভেঙ্গে দেওয়ার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, ৬. জাতীয় সরকার গঠিত হওয়ার পরবর্তী ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন, কোনো কারণে তা সম্ভব না হলে পরবর্তী ৩ মাসের মধ্যে অবশ্যই নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, ৭. জাতীয় সরকার গঠিত হওয়ার পর নির্বাচন কমিশন ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, ৮. বর্তমান মন্ত্রিসভার কেউই নির্বাচনকালীন জাতীয় সরকারে থাকতে পারবেন না। 

জাতীয় সরকার গঠনের প্রস্তাব করে মুহাম্মদ রেজাউল করীম বলেন, সময়ের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই দলীয় সরকার, সামরিক সরকার, তত্ত্বাবধায়ক সরকার ও সেনা সমর্থিত সরকারের অধীনে কোনো নির্বাচনই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় নাই। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বিগত পদ্ধতিগুলোর ত্রুটির কারণে নিবন্ধিত সব দলের পরামর্শক্রমে ও অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করে তার অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে তা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে ইসলামী আন্দোলন মনে করে। সূত্র: বাংলা ট্রিবিউন

দলীয় সরকারের অধীনে নির্বাচন না যাওয়ার ঘোষণায় ইসলামি আন্দোলনকে ধন্যবাদ জানান বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না। নির্বাচনের পর সবাইকে নিয়ে জাতীয় সরকার হবে। দেশ রক্ষার দায়িত্ব সবার। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ৯০ সালের মতো অভ্যুত্থান করতে হবে। সূত্র: নিউজ২৪অনলাইন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ জমিয়তুল মুছলেহীনের আমীর মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীহ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না